বাংলা কবিতা [আমি হতে চাই ] জিবনে মানুষ হওয়ার জন্য এই কবিডাটি সবার প্রয়োজন

 ,,,,,,,,,,,আমি হতে চাই,,,,,,,,
লেখক:মোঃজাহাঙ্গীর আলম

আমি হতে চাই প্রভাতের সূর্য
পাহাড় সমান বুকে ধৈর্য্য ।
আমি হতে চাই লড়াকু হিংস্র
ধর্ষক করি সব ধ্বংস।
আমি হতে চাই সত্যের সঙ্গি
নিকেশ করিতে পারি জঙ্গি।
আমি হতে চাই সাহসী যোদ্ধা
দেশপ্রেমী পেলে করি শ্রদ্ধা।

আমি হতে চাই নির্ভীক ভক্ত,
দেশের তরে দিব রক্ত।
আমি হতে চাই ন্যায়ের সঙ্গ
মিথ্যা আইন করি ভঙ্গ,
আমি হতে চাই নবোদ্যম দৃশ্য,
মাদক পুড়িয়ে করি ভৎর্স।
আমি হতে চাই নির্ভয় বীর
ছিড়িতে পারি ধর্মদ্বেষীর শির।




আমি হতে চাই অস্থির পরার্থ,
তারুণ্য গড়িতে পারি ভূতার্থ,
আমি হতে চাই পুষ্পের গন্ধ,
মুছে দিব জগতের মন্দ,
আমি হতে চাই গগনের বৃষ্টি,
নিত্য নব্য করি সৃষ্টি।
আমি হতে চাই বিদায়ী কান্না
বিলিয়ে দিব সুখের বন্যা,

আমি হতে চাই নিশিত প্রার্থনা
করি না কাউরে ভর্ৎসনা,
আমি হতে চাই স্বর্গীয় ফুল
ক্ষমা করি সকলের ভুল।
আমি হতে চাই নিষ্ঠুর প্রতিঘাতী,
নিপীড়িত হয় যদি জাতি।
আমি হতে চাই যুদ্ধের ময়দান
অপরাধী হও সবে সাবধান।।।সাবধান,,,,সাবধান
লেখক  জাহাঙ্গীর আলম  

[বাংলা কবিতা ] হায়রে বীর বাংগালী মত লাগার মত একটি কবিতা

,,,,,,হায় বীর বাঙালি,,,,,
লেখকঃ মোঃ জাহাঙ্গীর আলম

স্বাধীন দেশের বাঙালি ওরা
হত্যা গুমে যেন শ্রেষ্ঠ
রক্ত নিয়ে করছে খেলা
সভ্য সমাজ করে নষ্ট,,,
ঘুরছে খুনি ঐ নেইকো বিচার
ধর্ষিতার দেহ পুড়ে  ভর্ৎস
ওরা হায়না ওরা হিংস্র
এদেশ করিতে চায় ধ্বংস


মানুষে মানুষে আজি দন্ড
বেড়ে গেছে এদেশে  ভন্ড
চারিদিকে দেখি শুধু  অন্যায়
ধর্ম নিয়ে করে জঙ্গ,
হত্যা গুমের চলছে মিছিল
দেখব কত আর দৃশ্য
ওরা হায়না ওরা হিংস্র
এদেশ করিতে চায় ধ্বংস,,,,,,,,

মানবতা আজ নেই যে কারো
হিংসা ঘুষে সব চলছে
সত্য কথা বলতে গেলে
ফাঁসির দড়ি গলে ঝুলছে
ঘুরছে পথে ঐ মাতা পিতা
ছেলের তরে হয়ে নিঃস্ব
ওরা হায়না ওরা হিংস্র
এ দেশ করিতে চায় ধ্বংস

লেখক জাহাঙ্গীর আলম   

ধর্ষণ নিয়ে প্রতিবাদী কবিতা [ ধর্ষণোৎসব ] কবি জাহাঙ্গীর আলম

 ,,,,,,,,,,,,,,,,,,:ধর্ষণোৎসব,,,,,,,,,,,,,,,,,,,
লেখক:,মোঃ জাহাঙ্গীর আলম,,,,,

স্পষ্টভাবে বাঙ্গালী জাতি আজ নির্বাক,
নির্লজ্জ লজ্জিত,
ক্রমশ:ঘনিয়ে আসছে স্বৈরমনোভাব,
অশ্লীলতা নির্মমতার ঝাপসে ধর্ষণোৎসব,
কে আছ নওজোয়ান?
শহর গঞ্জে পল্লীগ্রামে সুদূর কোণে
কে আছো কোথায়!
 ছুটে এসো ছুটে এসো
 মহা-প্রলয়কালে তীব্রতর প্রতিবাদী হয়ে,। 

জ্ঞানহীন নির্বোধ দুর্বল জাতি তামাশা দেখছ,?
মনু্ষ্যত্বহীন কলঙ্কিত প্রেতআত্নার
পুরুষের পাপচর্চা কাজের,
ছিঃজাতি ছিঃ?
কোথায় বাস করছো হে বাঙালি জাতি
নিক্ষেপ কর তোমার বিবেকের দৃষ্টি,
ঐ ধর্ষিতার জননীর আহত অন্তরে,
দিবানিশি জ্বলছে তার ছতর মস্তিষ্কে
অসভ্যতার অর্সজ্জ যন্তণার অনল।

অহে জাতি কোন স্বার্থকতায় প্রকাশ্য বলো
আমি বাঙ্গালি আমি গর্বিত জন্মেছি এই বাংলায়,
যে বাঙ্গালির দ্বারা আজ ধর্ষিত হয়,
মানসিক প্রতিবন্ধী, শিশু,তরুণী, বৃদ্ধা
 কেউ ছাড় পায় না অত্যাচারীর হিংস্র থাবা থেকে
বাঁচতে পারে না অবুঝ শিশু
দাগা বসিয়ে দায় হায়না তার পবিত্র  শরীরে।


সর্বস্ব বিনাশের পর ছুটে আসে সংবাদ কর্মী
শান্তণার বাণী নিয়ে শির নত করে,
ধিক্কার জানাই নিন্দা জানাই,
কেউ আসে না,
ধর্ষিতার দ্বারে অক্ষয় রক্ষক হয়ে,
জানাই দুর থেকে গভীর সমবেদনা,
অবশেষে চাপা পড়ে নির্মম ধর্ষণের সকল ইতিহাস।

অহে জাতি অজস্র আশা বুকে নিয়ে বল,
আমি শ্রেষ্ঠ আমি বাঙ্গালি জম্মেছি এ বাংলায়
কিসের বীরত্ব কর হে বাঙালি!
আজ জাতির বিবেকের সম্মুখে
অশ্লীলতার তান্ডবে ডুবে আছে সমাজ,
নিজ জনক দ্বারা ধর্ষিতা হয় কন্যা,
আলেম শিক্ষক ডাক্তার দ্বারা ধর্ষিত হয় কিশোরী,
আর কত দেখতে হবে অবুঝ শিশুর মৃত্যু,
চেয়ে দাখো হে জাতি সকল,
আরশ কুরশী সপ্ত আসমান থড়থড় করে কেঁপে
ধিক্কার দায় তোমাদের নিরবতা কে!
অহে জাতি!
জেগে ওঠো ক্ষেপে ওঠো জাগিয়ে তুলো
তোমার ঘুমন্ত অন্তর মানুষের বিবেক কে,
নই-লে ধ্বংস হয়ে যাবে এই মিথ্যা পৃথিবী,
পুরুষ আত্মার ধর্ষকদের বিষাক্ত বিষে,।

এসো তরুণ যুবা বৃদ্ধ কিশোর কাঁধে কাঁধ মিলিয়ে
সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে ধ্বংস করি,,,,
লুকিয়ে থাকা গোপন প্রকাশ্য সকল ধর্ষকদের,
টুকরো টুকরো করি তাদের জলিজা পৃথ্বী রক্ত শিরা।
ছড়িয়ে দেই  তাদের শরীরের মাংস,
ক্ষুধার্ত হিংস্র পশুর সামনে,
তবেই পরিস্কার হবে এ মানব সভ্যতার সমাজ
কৃতকার্য হবে মানব জীবন
পূর্ণতা পাবে স্বাধীন বাংলাদেশ, ,

লেখক জাহাঙ্গীর  আলম 

ডেঙ্গু মশা নিয়ে নিয়ে মজার একটি কবিতাঃ কবি জাহাঙ্গীর আলম

              ডেঙ্গু মশা

লেখকঃ এস এম জাহাঙ্গীর আলম  


ডেঙ্গু মশা সারাদেশে করছে বিচরণ
সময় আছে তোমরা মানুষ 
হওরে সংশোধন (২)
দেশটা এখন পাপের পাহাড়
করছে পাপী পাপ
পাপের তাপে মরছে মানুষ
পায়না কেউ মাফ,,,,,,
পাপকে আগে ধ্বংস কর
তাড়াও মশা পরে
ঐ প্রভুকে গেলে ভুলে
মরবে সবাই জ্বরে



যে যার মত করছে ধর্ষণ
হয়না বিচার কভু
জুলুম  ঘুষে মগ্ন সবাই
নেই মুখে নাম প্রভু( ২)
নমরুদের ঐ চেয়ে বেশী
পাপ যে মানুষ করে
ঐ প্রভুকে গেলে ভুলে
মরবে সবাই জ্বরে

অর্থজোরে মানুষ এখন
মানুষ নিয়ে খেলে
পাপী মানুষ গর্ব দেশের
সত্যবাদী জেলে(২)
গজব এসব নয়রে মশা
বিবেক গেছে মরে
ঐ প্রভুকে গেলে ভুলে
মরবে সবাই জ্বরে
(জাহাঙ্গীর আলম)


লেখক জাহাঙ্গীর আলম