ডেঙ্গু মশা নিয়ে নিয়ে মজার একটি কবিতাঃ কবি জাহাঙ্গীর আলম

              ডেঙ্গু মশা

লেখকঃ এস এম জাহাঙ্গীর আলম  


ডেঙ্গু মশা সারাদেশে করছে বিচরণ
সময় আছে তোমরা মানুষ 
হওরে সংশোধন (২)
দেশটা এখন পাপের পাহাড়
করছে পাপী পাপ
পাপের তাপে মরছে মানুষ
পায়না কেউ মাফ,,,,,,
পাপকে আগে ধ্বংস কর
তাড়াও মশা পরে
ঐ প্রভুকে গেলে ভুলে
মরবে সবাই জ্বরে



যে যার মত করছে ধর্ষণ
হয়না বিচার কভু
জুলুম  ঘুষে মগ্ন সবাই
নেই মুখে নাম প্রভু( ২)
নমরুদের ঐ চেয়ে বেশী
পাপ যে মানুষ করে
ঐ প্রভুকে গেলে ভুলে
মরবে সবাই জ্বরে

অর্থজোরে মানুষ এখন
মানুষ নিয়ে খেলে
পাপী মানুষ গর্ব দেশের
সত্যবাদী জেলে(২)
গজব এসব নয়রে মশা
বিবেক গেছে মরে
ঐ প্রভুকে গেলে ভুলে
মরবে সবাই জ্বরে
(জাহাঙ্গীর আলম)


লেখক জাহাঙ্গীর আলম  

This Is The Oldest Page


EmoticonEmoticon