ধর্ষণ নিয়ে প্রতিবাদী কবিতা [ ধর্ষণোৎসব ] কবি জাহাঙ্গীর আলম

 ,,,,,,,,,,,,,,,,,,:ধর্ষণোৎসব,,,,,,,,,,,,,,,,,,,
লেখক:,মোঃ জাহাঙ্গীর আলম,,,,,

স্পষ্টভাবে বাঙ্গালী জাতি আজ নির্বাক,
নির্লজ্জ লজ্জিত,
ক্রমশ:ঘনিয়ে আসছে স্বৈরমনোভাব,
অশ্লীলতা নির্মমতার ঝাপসে ধর্ষণোৎসব,
কে আছ নওজোয়ান?
শহর গঞ্জে পল্লীগ্রামে সুদূর কোণে
কে আছো কোথায়!
 ছুটে এসো ছুটে এসো
 মহা-প্রলয়কালে তীব্রতর প্রতিবাদী হয়ে,। 

জ্ঞানহীন নির্বোধ দুর্বল জাতি তামাশা দেখছ,?
মনু্ষ্যত্বহীন কলঙ্কিত প্রেতআত্নার
পুরুষের পাপচর্চা কাজের,
ছিঃজাতি ছিঃ?
কোথায় বাস করছো হে বাঙালি জাতি
নিক্ষেপ কর তোমার বিবেকের দৃষ্টি,
ঐ ধর্ষিতার জননীর আহত অন্তরে,
দিবানিশি জ্বলছে তার ছতর মস্তিষ্কে
অসভ্যতার অর্সজ্জ যন্তণার অনল।

অহে জাতি কোন স্বার্থকতায় প্রকাশ্য বলো
আমি বাঙ্গালি আমি গর্বিত জন্মেছি এই বাংলায়,
যে বাঙ্গালির দ্বারা আজ ধর্ষিত হয়,
মানসিক প্রতিবন্ধী, শিশু,তরুণী, বৃদ্ধা
 কেউ ছাড় পায় না অত্যাচারীর হিংস্র থাবা থেকে
বাঁচতে পারে না অবুঝ শিশু
দাগা বসিয়ে দায় হায়না তার পবিত্র  শরীরে।



সর্বস্ব বিনাশের পর ছুটে আসে সংবাদ কর্মী
শান্তণার বাণী নিয়ে শির নত করে,
ধিক্কার জানাই নিন্দা জানাই,
কেউ আসে না,
ধর্ষিতার দ্বারে অক্ষয় রক্ষক হয়ে,
জানাই দুর থেকে গভীর সমবেদনা,
অবশেষে চাপা পড়ে নির্মম ধর্ষণের সকল ইতিহাস।

অহে জাতি অজস্র আশা বুকে নিয়ে বল,
আমি শ্রেষ্ঠ আমি বাঙ্গালি জম্মেছি এ বাংলায়
কিসের বীরত্ব কর হে বাঙালি!
আজ জাতির বিবেকের সম্মুখে
অশ্লীলতার তান্ডবে ডুবে আছে সমাজ,
নিজ জনক দ্বারা ধর্ষিতা হয় কন্যা,
আলেম শিক্ষক ডাক্তার দ্বারা ধর্ষিত হয় কিশোরী,
আর কত দেখতে হবে অবুঝ শিশুর মৃত্যু,
চেয়ে দাখো হে জাতি সকল,
আরশ কুরশী সপ্ত আসমান থড়থড় করে কেঁপে
ধিক্কার দায় তোমাদের নিরবতা কে!
অহে জাতি!
জেগে ওঠো ক্ষেপে ওঠো জাগিয়ে তুলো
তোমার ঘুমন্ত অন্তর মানুষের বিবেক কে,
নই-লে ধ্বংস হয়ে যাবে এই মিথ্যা পৃথিবী,
পুরুষ আত্মার ধর্ষকদের বিষাক্ত বিষে,।

এসো তরুণ যুবা বৃদ্ধ কিশোর কাঁধে কাঁধ মিলিয়ে
সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে ধ্বংস করি,,,,
লুকিয়ে থাকা গোপন প্রকাশ্য সকল ধর্ষকদের,
টুকরো টুকরো করি তাদের জলিজা পৃথ্বী রক্ত শিরা।
ছড়িয়ে দেই  তাদের শরীরের মাংস,
ক্ষুধার্ত হিংস্র পশুর সামনে,
তবেই পরিস্কার হবে এ মানব সভ্যতার সমাজ
কৃতকার্য হবে মানব জীবন
পূর্ণতা পাবে স্বাধীন বাংলাদেশ, ,

লেখক জাহাঙ্গীর  আলম 

3 comments

https://www.facebook.com/115062183569624/posts/173273987748443/

https://www.facebook.com/115062183569624/posts/173273987748443/

https://www.facebook.com/115062183569624/posts/173273987748443/


EmoticonEmoticon